Logo Logo

  • Home

  • About us

  • Courses

  • Partner with us

  • Media Gallery
    • News Paper
    • E-papers
    • News Channel
    • YouTube

  • Testimonials
    • Principals
    • Students
    • Celebrities

  • Event

  • FAQ

  • Blogs

  • Contact us
Ureka

Ureka – কী ?

Ureka হল বাংলার- বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য একটি যুগ – অভিযোজিত এবং গ্রহণযোগ্য শিক্ষার অ্যাপ যার লক্ষ্য শিক্ষাকে শহর থকে গ্রামে প্রতিটি কোনে পৌঁছে‌ দেওয়া এবং শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব তৈরি করা। ভবিষ্যত প্রযুক্তি সহ এই প্রথম দরের অ্যাপটি গ্রামে বা শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রগতি ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছানোর দাবি করে। Ureka পশ্চিমবঙ্গ বোর্ডের শিক্ষার্থীদের উজ্জ্বল ক্যারিয়ারের স্বপ্নপূরনের জন্য বিশ্বমানের শিক্ষাদান করছে। “বাংলার মান Ureka গড়বে বিশ্ব সমান”
Banner Image
Ureka

What is Ureka?

Ureka is an age- adapting and acceptable learning app for Bengali Medium students in Bengal aiming at making education spread at every nook and corner from town to village and creating a revolution in the education system. This first-rate app with futuristic technologies determines to make the students studying in rural or urban areas reach the top peak of progress and prosperity. Ureka imparting world class teaching to fulfill the dreams of bright career for students of West Bengal Board.
Banner Image
Image Not Found

Souptik Mondal

আমি সৌপিক মন্ডল । স্কুল বন্ধ থাকার কারনে আমি সারাক্ষন Mobile নিয়ে ব্যাস্ত থাকতাম। এখন Ureka Learning App টি আসার পর সেই Mobile এ আমি আমার সমস্ত বই এর নানা বিষয়গুলি Video এবং Animation দ্বারা ভালোভাবে বুঝতে ও অনুশীলন করতে পারছি।

Image Not Found

Abdur Rahim Mondal

আমি আব্দুর রহিম মন্ডল, নবম শ্রেণীর ছাত্র। মহামারির কারণে Lockdown এর পর Online পড়াশুনা চালু হলেও আমার কিছু কিছু বিষয়ে doubt clear হতো না। Ureka Learning App সম্পর্কে জানার পর ভৌত বিজ্ঞানের নানা equation গুলি আমি সহজেই বুঝতে পারছি।

Image Not Found

Mousumi Khatun

আমি মৌসুমি খাতুন । নবম শ্রেণীর ছাত্রী। গত দুই বছর করোনার কারনে স্কুল বন্ধ থাকার জন্য আমার পড়াশুনাতে তেমন মন বসতো না, তখন আমি Ureka Learning App টি Download এবং Follow করি। App টিতে সমস্ত ক্লাসগুলি সুন্দর ভাবে Video এবং Animation এর সাহায্যে বোঝানো হয়

Image Not Found

Tania Sadhay

আমি Ureka পরিচালিত Student of the Year এ অংশগ্রহণ করেছিলাম। অনুষ্ঠানটা ভীষণ ভালো । আমার খুব ভালো লেগেছে আমি আগামী বছর আবার আসতে চাই তোমরাও এসো ।

Image Not Found

Krish Khara

Student of the year আমাকে সুযোগ করে দিয়েছে সকলের সামনে আমার মেধাকে তুলে ধরার। Thanks to Ureka. একইসাথে আমি বলতে চাই এই মঞ্চ সকল ছাত্রছাত্রীদের কোনরকম পক্ষপাতিত্ব ছাড়াই সকলকে সমান সুযোগ দেয়। তাই এখনো যারা ভাবছো অংশগ্রহণ করার কথা তাদের আমি অবশ্যই বলব একটা ভিন্ন স্বাদের মজার অভিজ্ঞতা পেতে চাইলে অবশ্যই চলে এসো।

Image Not Found

Debayan Mandal

Student of the year বাংলার ছাত্রছাত্রীদেরকে সার্বিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি অভিনব উদ্যোগ। এখানে যেমন আমরা নিজেদের জড়তা কাটিয়ে সকলের সামনে নিজেদের মেধাকে তুলে ধরতে পারছি, তেমনি আত্মবিশ্বাসও বাড়াতে পারছি।

Image Not Found

Soumili Biswas

ইউরেকা লার্নিং অ্যাপে পড়াশোনার সাথে সাথে আমি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করেছি এক্সাম দিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে। যার ফলে আমি নিজেকে ফাইনাল পরীক্ষার জন্য আরো ভালো করে প্রস্তুত করতে পেরেছি।

Image Not Found

Susmita Mondal

ইউরেকা লার্নিং অ্যাপে পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে এখানে স্যার ম্যামরা খুব সুন্দর এবং সহজ করে বিষয়গুলো বোঝান আমার প্রিয় ম্যাম তাসসিন ম্যাম।

Image Not Found

Irfan Billa Molla

অংক বিষয়টা আমার কাছে খুবই ভীতির ছিল কিন্তু এই অ্যাপে স্যারের কাছে পড়াশোনা করে এখন অংক আমার প্রিয় বিষয় আমি দিনের অনেকটা সময় এই অ্যাপেই পড়াশোনা করি আমার রেজাল্ট ও ভালো হয়েছে থ্যাংক ইউ ইউরেকা।

Image Not Found

Soham Dutta

স্টুডেন্ট অফ দ্যা ইয়ার প্রোগ্রামটা খুবই এনজয়বল দাদাগিরি দিদি নাম্বার ওয়ান এর মতো রিয়ালিটি শো আমি টিভিতে দেখেছি ভাবতে পারিনি যে রকম একটা শুয়ে আমারও যাওয়ার সুযোগ আসবে, থ্যাঙ্ক ইউ ইউরেকা।

Image Not Found

Mourin Tahasin

ইউরেকা লার্নিং অ্যাপে পড়াশোনা করে আমি উপকৃত এখানে আমি আমার নিজের সময় মত পড়াশোনা করেছি।

Image Not Found

Nusaiba Zarin

মোবাইলে আমি আগে অনেকক্ষণ গেম খেলতাম এখন ইউরেকা লার্নিং অ্যাপে মোবাইলে পড়াশোনা করায় বাবা-মা আমার ওপর খুশি আমি পরীক্ষা তেও ভালো রেজাল্ট করেছি থ্যাংক ইউ ইউরেকা।

Image Not Found

Sanjida Sahani

ইউরেকা লার্নিং অ্যাপ এর স্টাডি গ্রাফ এর মাধ্যমে আমি নিজেই নিজেকে অনুসরণ করতে পেরেছি কোন সাবজেক্টে আমি দুর্বল তা জেনে আমি নিজেকে আরো ভালো করে পরীক্ষার জন্য তৈরি করতে পেরেছি।

Image Not Found

Aniya Rahaman

ইউরেকা লার্নিং অ্যাপে আমি যখন তখন এবং যেখানে খুশি বসে পড়াশোনা করতে পেরেছি পরীক্ষার আগে আমাকে বাবা মায়ের সাথে এক জায়গায় যেতে হয়েছিল কিন্তু সেখানে মোবাইলেই ইউরেকা লার্নিং অ্যাপে পড়াশোনা করায় ফিরে এসে স্কুলেরপড়াশোনায় যোগ দিতে আমার কোন অসুবিধা হয়নি। থ্যাংক ইউ ইউরেকা।

Image Not Found

Ahana Mondal

স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের ছটা রাউন্ডের মধ্যে আমার সবশেষের রাউন্ড হাই ফাই টক্কর সবচেয়ে ভালো লেগেছে। এই রাউন্ডেই খেলার মোড় ঘুরে যায় আমিও জিততে পেরেছি খুব ভালো লেগেছে আমি পরের বছর আবার আসতে চাই থ্যাংক ইউ ইউরেকা ।

Image Not Found

Anshu Mondal

অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমি একটু ভয়ে ভয়ে ছিলাম কিন্তু পরীক্ষা দিয়ে মনে হচ্ছে পদ্ধতিটা খুবই সহজ আমি খুব সহজেই আমার উত্তরপত্র সাবমিট করতে পেরেছি তাই পরের বছর আমি আবারও আসতে চাই এই পরীক্ষা দিতে

Image Not Found

Diya Mondal

ইউরেকা লার্নিং অ্যাপ এর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে ভিডিও দেখতে দেখতে কখন যে পড়া মুখস্থ হয়ে যায় বুঝতেও পারিনা থ্যাঙ্ক ইউরেকা

Image Not Found

Farhin Sultana

স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের প্রতিটা রাউন্ড আমার ভাল লেগেছে আমি মজা করে খেলেছি। আমার মনে হয়েছে সকল প্রতিযোগীরা আমার মতই মজা পেয়েছে।

Image Not Found

Najmin Reja

টেলিভিশনে দাদাগিরি দিদি নাম্বার ওয়ান এর সাথে সাথে আমি অনেক রিয়ালিটি শো দেখেছি তবে স্টুডেন্টদের নিয়ে বাংলায় কোন রিয়ালিটি শো দেখিনি। স্টুডেন্ট অফ দ্য ইয়ার শুধুমাত্র বাংলার স্টুডেন্টদের জন্য একটা রিয়ালিটি শো এখানে পার্টিসিপেট করতে পেরে আমি গর্বিত পরের বছর আবার আসতে চাই

Image Not Found

Nandini Biswas

স্টুডেন্ট অফ দ্যা ইয়ার এর ছটা রাউন্ডের মধ্যে third round গুগলি রাউন্ড খুব ভালো লেগেছে। এই রাউন্ডে অন্যদের যে প্রশ্নগুলো করা হয়েছে তার উত্তর আমি নিজের মনে মনে সলভ করছিলাম আর আমাকে যে প্রশ্নটা করা হয়েছিল আমি তারও উত্তর দিতে পেরেছি খুব ভালো লেগেছে পরের বছর আবার খেলতে চাই

Image Not Found

Nishat Rayhana

স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের মঞ্চে এসে আমি আনন্দিত আমার খেলার ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করেছি। তারাও বলেছে আমি ভালো খেলেছি, খুব খুশি হয়েছি। বন্ধুরাও পরের বছর এখানে আসতে চাই। থ্যাঙ্ক ইউরেকা

Image Not Found

Nusrat Fariha

স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের মঞ্চে খেলতে এসে আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম কিন্তু যখন দেখলাম আমার বাবা মাকে আমার থেকে অল্প দূরেই বসানো হয়েছে তখন আমার ভয়টা কেটে যায়, আমি খুব আনন্দের সাথে খেলতে পেরেছি।

Image Not Found

Pritha Dutta

স্টুডেন্ট অফ দ্যা ইয়ার এ খেলার ভিডিওটা আমি আমার আত্মীয়-স্বজন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করেছি সবাই খুব ভালো বলেছে, আমি গর্বিত আমি অন্য স্টুডেন্টদের ও এখানে অংশ নেওয়ার জন্য বলব আমি নিজেও পরের বছর আসতে চাই থ্যাঙ্ক ইউ ইউরেকা

Image Not Found

Priti Ghosh

স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের মঞ্চে এসে আমি খুবই আনন্দিত এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্য দিয়ে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি থ্যাঙ্ক ইউরেকা

Image Not Found

Samira Rahaman

আমি প্রথম এরকম একটা রিয়ালিটি শো এ পার্টিসিপেট করেছি। মনে মনে একটু ভীতু ছিলাম কিন্তু এখানে এসে সবকিছুই কম ফরটেবল মনে হয়েছে। থ্যাঙ্ক ইউরেকা

Image Not Found

Hardik Mondal

মোবাইল ফোনে পরীক্ষা দিয়ে আমার খুব মজা লেগেছে। এতদিন ফোন শুধু গেম খেলা, ইউটিউব দেখার জন্য ব্যবহার করতাম। এখন ফোনে পরীক্ষা দেওয়ার পর ফোনের প্রতি অনুভূতিটাই পাল্টে গেছে। আমি জানতে পেরেছি ইউরেকা অ্যাপ সম্পর্কে। পড়াশোনার ধারণাই পাল্টে দিচ্ছে এই অ্যাপ।

Ureka শিক্ষা জগতে চাঞ্চল্য সৃষ্টিকারী এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ।এর লক্ষ্য এবং উদ্দেশ্য সত্যিই অভূতপূর্ব । Urekaর মাধ্যমে পরিচালিত হচ্ছে ইউরেকা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন , স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের মতো রিয়ালিটি শো এবং ইউরেকা লার্নিং অ্যাপ যেখানে বাচ্চারা অ্যানিমেশন এর মাধ্যমে খুব সহজে তাদের পড়াটা বুঝে নিতে পারবে এবং অনুশীলন করতে পারবে। Well done Ureka."

Sokor Ali Sir (Retired Headmaster of Jangalpur High School)

"No risk no gain". Ureka একটা risk নিয়েছে বাচ্চাদের মঙ্গলের জন্য । একটা নতুন concept শিক্ষা জগতে । Ureka Learning App এর মাধ্যমে বার বার practice করার সুযোগ আছে সেক্ষেত্রে এর মাধ্যমে পড়াশোনায় উন্নতি আসবে এ কথা স্বীকার করতেই হবে ।"

Arshadur Rahaman Sir (Headmaster of Baduria LMS High School)

যেখানে ছেলেমেয়েদের মোবাইল ছাড়া খাওয়া হয় না, ঘুম হয় না, কার্টুন- মুভি- গেম এইসব করে সময় কাটায় সেখানে Ureka Learning App মোবাইলটাকে positively পড়াশোনার কাজে লাগাতে শেখাচ্ছে । শিক্ষাক্ষেত্রে এ এক নতুন আলোড়ন । All the best Ureka ."

Dipok Roy Sir (Retired Headmaster of Baduria LMS High School)

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মোবাইলে অ্যাপ এর মাধ্যমে পড়াশোনা ছাত্র-ছাত্রীদের কাছে একটা পরিপূরক শিক্ষাব্যবস্থা হবে বলে আমার মনে হয় । সে ক্ষেত্রে Ureka Learning App অবশ্যই ছাত্রছাত্রীদের পড়াশোনায় উন্নতি করতে সাহায্য করবে । পাশাপাশি Student of the Year reality show তে বাচ্চারা অংশ গ্রহণ করলে বাচ্চারা অনেক বেশি স্মার্ট হএ উঠবে বলে আমি মনে করি ।"

Mobasser Hossain Sir (Headmaster of Keotsha High School)

ডিজিটালাইজেশনের যুগে যেখানে সবার হাতেই মোবাইল, বলা চলে মোবাইলের যুগ; সেখানে পড়াশোনাটা মোবাইলে হবে এটা Ureka ভাবতে পেরেছে। তাদের এই প্রচেষ্টাকে সাদুবাত জানাই । Ureka Learning App এর মাধ্যমে বাচ্চাদের পড়াশোনা অবশ্যই খুব ভালো হবে এটা বলতে দ্বিধা রাখি না। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা করি । অনেক বড় হোক Ureka । সবার ঘরে পৌঁছে যাক Ureka ।"

শি‌ক্ষারত্ন মাননীয় Mohadeb Patra Sir

সমাজকে শিক্ষিত করা শিক্ষকদের ধর্ম। Ureka র সবাই শিক্ষক শিক্ষিকা। তাই Ureka বাংলার ছাত্রছাত্রীদের একমাত্র পথ প্রদর্শক হবে আমার দৃঢ় বিশ্বাস। All the best Ureka.

Shekhar Pal (Sir)

Eng medium এর বাচ্চারা অনেক advance কারণ তাদের লেখা পড়ায় আধুনিকতার ছোঁয়া থাকে। সেক্ষেত্রে বাংলার বাচ্চাদের জন্য একমাত্র আধুনিক পঠনপাঠনের ব্যবস্থা নিয়ে এসেছে Ureka Learning App. আপনার বাচ্চার জন্য অবশ্যই helpful হবে এই app . আজই download করুন।

Abdur Rahaman (Sir)

 



Footer Logo

‘‘Ureka বাংলার Digital Classroom’’
‘‘বাংলার মান Ureka গড়বে বিশ্ব সমান’’

Follow Us

Quick Links

  • Home
  • About Us
  • Contact Us
  • UTSE RESULT  [2023]
  • Terms And Condition
  • Privacy Policy
  • Return and Refund Policy

© Copyright 2022 Ureka All Rights Reserved.

Run by Ureka Edu Guide Pvt. Ltd.