Blog Details
Changes in Education System
Changes in Education System
সভ্যতার আদিলগ্নে শিক্ষার সূচনা ঘটেছিল কৌতূহলী মানুষের জ্ঞানপিপাসাকে চরিতার্থ করার জন্য। প্রকৃতির যে রহস্যময়ী রূপকে একদা মানুষ পরম সম্ভ্রম ও সন্ত্রস্ততার সঙ্গে দেবজ্ঞানে পূজা করত, সেই প্রকৃতিরই বিচিত্র লীলার একের পর এক রহস্যোদ্ঘাটনের পর অনুসন্ধিৎসু মানুষ সমস্ত আহরিত জ্ঞানকে সঞ্চারিত করে করেছে তার পরবর্তী প্রজন্মে।